
An Islamic School for Enlightening a Nation

An Islamic School for Enlightening a Nation
اِنَّ الْحَمْدَ لِلَّـهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُولِ اللَّـهِ
“Indeed, all praise is due to Allah, and may blessings and peace be upon the Messenger of Allah.”
Islamic education is essential for Muslims. In the current context, it is impossible to save our future generations without an Islamic way of life. The conventional education system lacks sufficient emphasis on religious values, obedience to parents, the rights of relatives, helping one another, and being humble towards everyone. Whatever little exists is far from enough.
Islam is known as a beautiful and peaceful religion in the world. The Quran is the holy book of Islam and a complete way of life, providing guidance from Almighty Allah for Muslims and all of humanity in navigating their lives.
Through an Islamic syllabus, children will be able to learn the fundamental teachings of Islam, the history of Islam and the exemplary life of the Prophet Muhammad (peace be upon him). In the Islamic education system, children receive accurate Islamic knowledge from experienced and ideal teachers, enabling them to lead a life free from superstitions, shirk and innovations, which is nearly impossible in a general education system. This education will beautify their hearts and introduce them to their Creator. Therefore, there is no alternative to send your children to institutions that provide Islamic education. This is the primary responsibility of parents towards their children.
Therefore, if every school provides religious education alongside general education, it will be possible to form an enlightened nation. This will help to raise our children as truthful, tolerant, honest, hardworking and self-respecting individuals. They will develop a close relationship of obedience with their Creator and cultivate a deep love for all of creations.
اِنَّ الْحَمْدَ لِلَّـهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُولِ اللَّـهِ
(নিশ্চয়ই প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহর রাসূলের উপর দরুদ এবং শান্তি বর্ষিত হোক।)
ইসলামী শিক্ষা মুসলমানদের অপরিহার্য। বর্তমান পেক্ষাপটে, আমাদের পরবর্তি প্রজন্মকে বাঁচাতে ইসলামীক জীবন ব্যবস্থা ছাড়া অসম্ভব। সাধারণ প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মুল্যবোধ, শিক্ষার্থীদের পিতা মাতার প্রতি আনুগত্যশীলতা, আত্মীয়তার হক, একে অপরকে সহায়তা, সকলের প্রতি বিনয়ী হওয়ার শিক্ষার যথেষ্ঠ অভাব রয়েছে। যতটুকু আছে তা মোটেই যথেষ্ট নয়।
ইসলাম একটি সুন্দর ও শান্তিপূর্ণ ধর্ম হিসেবে পৃথিবীতে পরিচিত। কোরআন ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ এবং পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মহান আল্লাহর পক্ষ থেকে মুসলমান তথা সমগ্র মানবজাতির জীবন পরিচালনা করার দিক নির্দেশনা দেয়।
ইসলামীক সিলেবাসের মাধ্যমে শিশুরা ইসলামের মৌলিক শিক্ষা, ইসলামের ইতিহাস এবং নবী মুহাম্মদ (সাঃ) এর জীবন আদর্শ জানতে এবং শিখতে পারবে। ইসলামী শিক্ষা ব্যবস্থায় শিশুরা অভিজ্ঞ এবং আদর্শবান শিক্ষকের কাছ থেকে নির্ভূল ইসলামী জ্ঞান লাভ করে যাবতীয় কুসংস্কার, শিরক, বিদআত মুক্ত জীবন গড়া শিখতে পারবে, যা সাধারণ শিক্ষা ব্যবস্থায় প্রায় অসম্ভব । এই শিক্ষা তাদের হ্নদয়কে সুন্দর করে সাজিয়ে দিবে এবং তাদের রবের সাথে পরিচয় করিয়ে দিবে। সে জন্য আপনার সন্তানদের ইসলামীক শিক্ষা গ্রহণ করে এমন প্রতিষ্ঠানের বিকল্প নেই। এটাই হলো সন্তানের প্রতি পিতামাতার মূল দায়িত্ব।
তাই, প্রতিটা স্কুলে যদি সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার তালিম দেয়া যায় তবেই একটা আলোকিত জাতি গঠন সম্ভব হবে। যা আমাদের সন্তানকে সত্যবাদী, সহনশীলতা, সৎ, পরিশ্রমী, ও আত্মমর্যাদা সম্পন্ন সাহসী ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবে। যে তার সৃষ্টিকর্তার সাথে নিবিড় আনুগত্যের সম্পর্ক গড়বে, এবং সৃষ্টিকুলের প্রতি থাকবে গভীর ভালোবাসা ।